নিজস্ব প্রতীকেই জোটগত নির্বাচন করবে এলডিপি— রাঙ্গুনিয়ায় নুরুল আলম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), তবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নিজস্ব ছাতা প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন এলডিপি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা এলডিপির সভাপতি ও রাঙ্গুনিয়ার সাবেক সাংসদ নুরুল আলম তালুকদার।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা এলডিপির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘রাঙ্গুনিয়ায় জাতীয়তাবাদী রাজনীতির গোড়াপত্তন করেছিলাম আমি। কখনো বিড়ালের গতিতে দৌড়াতে হয়েছে, কখনো কাছিমের গতিতে আর কখনো ঘোড়ার গতিতে এগিয়ে গিয়েছি। ভবিষ্যতেও মানুষের জন্য এই ধারা প্রবাহমান থাকবে।’

তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, লোভ-লালসা উপেক্ষা করে রাজনীতিকে সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ছাতা প্রতীক ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা এলডিপির নবনির্বাচিত আহবায়ক এসএম ফজলুল কাদের তালুকদার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা এলডিপির সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিনসহ দলীয় বিভিন্ন নেতা।

শেষে ফজলুল কাদের তালুকদারকে আহবায়ক, আবু তাহেরকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং আহমদ কবিরকে সদস্য সচিব করে ৭১ সদস্যবিশিষ্ট উপজেলা এলডিপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

সভায় নেতৃবৃন্দ নুরুল আলমের নেতৃত্বে রাঙ্গুনিয়ায় সেতু, স্কুল, কলেজ, মাদ্রাসা ও সড়কসহ অবকাঠামোগত উন্নয়নের কথা তুলে ধরে বলেন, আগামীতেও তাকে সাংসদ নির্বাচিত করা গেলে উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে।