
রাঙ্গুনিয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ে ত্রৈমাসিক দেয়ালিকা উন্মোচন, জলবায়ু সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী-অভিভাবক ও শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল ৩টায় বিদ্যালয়ের মুহাম্মদ আবু জাফর অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন কমিটির অভিভাবক সদস্য ও সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক রুবায়েত রাশেদ।
অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি দেয়ালিকা উন্মোচন করে বলেন, ‘দেয়ালিকা শিক্ষার্থীদের সাহিত্যচর্চা ও সৃজনশীলতার দীপ্তময় প্রকাশ। এটি প্রতিষ্ঠানের ভাবমর্যাদা বৃদ্ধি করবে।’ তিনি জলবায়ু পরিবর্তন বিষয়ক বিতর্কে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং পরাজিত শিক্ষার্থীদের আরও শক্তিশালী যুক্তি উপস্থাপনে উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবক সমন্বয় সভায় প্রধান অতিথি বলেন, “শিক্ষার্থীদের পাঠদীক্ষার লক্ষ্য কেবল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নয়, বরং সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এর জন্য পাঠ্যপুস্তকের পাশাপাশি নৈতিক শিক্ষা, ধর্মীয় অনুশাসন ও জীবনাচরণে মনোযোগী হতে হবে। অভিভাবক ও শিক্ষকদের দায়িত্বশীলতা শিক্ষার্থীর সাফল্যের অন্যতম চাবিকাঠি।”
বিশেষ অতিথি মোহাম্মদ হোসেন বলেন, ‘বিদ্যালয়ে যুগোপযোগী শিক্ষাব্যবস্থা ও পাঠদানের পরিবেশ নিশ্চিত করা হয়েছে। শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে।’
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক শুক্লা রাণী শীল, সিনিয়র সহকারী শিক্ষক দীপালী বিশ্বাস ও মোহাম্মদ শাহ্ আলম। সভায় অভিভাবকেরা বিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম পুনরুদ্ধারে পরিচালনা কমিটি ও শিক্ষকদের আন্তরিক ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।