
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সামাজিক ও মানবিক সংগঠন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রাম। মানবিক সংগঠন সরফভাটা ফ্রেন্ডস গ্রুপের সহযোগিতায় প্রতিবছরের মতো এ বছরও শনিবার (৯ আগস্ট) বিকেলে সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি নুর মুহাম্মদ বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বৈদ্য।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন সরফভাটা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মারফতুন্নুর কাদেরী, নোয়াপাড়া ডিগ্রি কলেজের অধ্যাপক সালসাবিল করিম চৌধুরী, সহ সভাপতি আবুল কালাম চৌধুরী, আজীবন সদস্য নাসিম উদ্দিন সিকদার, সাংবাদিক মনজুরুল ইসলাম মন্জু, সহকারী শিক্ষক আবদুল আওয়াল, হারুন মাস্টার, হারুন সিকদার, ফ্রেন্ডস গ্রুপের সহ সভাপতি মোহাম্মদ ইরফান, অর্থ সম্পাদক রহমতুল্লাহ এবং সহ অর্থ সম্পাদক মোহাম্মদ আলমগীর।
অনুষ্ঠান শেষে রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
এ আয়োজনকে এলাকাবাসী মেধাবীদের অনুপ্রেরণা ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন।