বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন আতুরার ডিপো কমিটি ঘোষণা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগরের আওতাধীন আতুরার ডিপো স্ট্যান্ড কমিটি ঘোষণা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৪ টায় নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপো এলাকায় ফেডারেশনের চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাসেলের সঞ্চালনায় ও বায়েজিদ বোস্তামী থানা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলতানের পরিচালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ফরাজি।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল জামান, পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান, ফেডারেশনের মহানগর কমিটির সভাপতি মো: মধু সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন, কার্যকরী সভাপতি মো: জহির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকন, কার্যকরী সদস্য এনায়েত কবির।

এছাড়াও অনুষ্ঠানে পাঁচলাইশ থানা ছাত্র নেতা মুহাম্মদ সাইফুল ইসলাম সাঈফ, পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বায়েজিদ থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আব্দুল খালেক, ফেডারেশনের বায়েজিদ থানা কমিটির উপদেষ্টা মোহাম্মদ আব্দুর রশিদ চৌধুরী, মোহাম্মদ আব্দুল্লাহ আল হারুন, আতুরারা ডিপো কমিটির উপদেষ্টা মোহাম্মদ তাজিম হোসেন, মোহাম্মদ ইকবাল হোসেনসহ ফেডারেশনের মহানগর, বিভিন্ন থানা ও আতুরার ডিপো কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, পরিবহন শ্রমিকেরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শ্রমিকেরা সব সময়ই আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে লড়াই করে। বিভিন্ন দাবি আদায়ে পরিবহন শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ আতুরার ডিপো স্ট্যান্ড কমিটির সভাপতি মোহাম্মদ বজলু রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেলসহ নবনির্বাচিত কমিটিকে ফুলের মালা দিয়ে বরণ ও সদস্যদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করেন।