এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের চড়ুইভাতি অনুষ্ঠান মহামিলনমেলায় পরিণত

চট্টগ্রাম বিভাগের এসএসসি ১৯৯১ ব্যাচের প্রায় ৮৮০০ (চলমান) সদস্যদের অংশগ্রহণে আয়োজিত চড়ুইভাতি অনুষ্ঠান আজ আনোয়ারার পারকি বিচের লুসাই পার্কে সম্পন্ন হয়। দিনব্যাপী এই আয়োজনটি পরিণত হয় এক হৃদয়ছোঁয়া মহামিলনমেলায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও সাধারণ পরিষদের সভাপতি নূর উদ্দিন জাহেদ।সঞ্চালনা করেন মানবিক পরিষদের সভাপতি লায়ন মোহাম্মদ আনোয়ারুল আজিম চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।ক্রিয়েটর ও এডমিন প্যানেলের প্রধান মোহাম্মদ আনিছুল চৌধুরী।তিনি সংগঠনের ঐক্য, পারস্পরিক বন্ধন এবং আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃতি ঘটানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,হিল্লোল বিশ্বাস, আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু, এড. তৈয়ব ইব্রাহিম, শরফ উদ্দিন চৌধুরী বাহার, এড. তাহমিনা সুলতানা, রায়হান ফকির, মাহবুব আলম, শফিকুর রহমান চৌধুরী, তুষার কান্তি রায়, শফিউল আলম, শেখ ফরিদ, আশরাফ সেলিম, এড. মোঃ তারেক, সাইফুদ্দিন, মোঃ মোরশেদ কামাল, প্রদীপ চৌধুরী, রুপম রায়, রবিউল হোসেন চৌধুরী, সরোয়ার আলম, আলহাজ্ব শফিক উদ্দিন আহমেদ, মাষ্টার সেলিম প্রমুখ।

সাধারণ ও মানবিক পরিষদের বক্তব্য বক্তব্য রাখেন সাধারণ পরিষদের সাধারণ সম্পাদক আবদুল আলীম, মানবিক পরিষদের সাধারণ সম্পাদক তৈয়ব তাহের,সাধারণ পরিষদের সহ-সভাপতি আইরিন মনীষা,সাধারণ পরিষদের সহ-সভাপতি ও এডমিন সদস্য এস এম আহসানুল কবির চৌধুরী (টিটু)। এডমিন প্যানেলের অংশগ্রহণ।এছাড়া অনুষ্ঠানে এডমিন প্যানেলের সদস্যবৃন্দসহ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলো,জসিম উদ্দিন, আনোয়ারা খানম, ফাহমিদা শাওন, মঈন উদ্দিন, নাছিমা আক্তার, কামরুন নাহার খানম কমু, লুৎফুন নাহার।