চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ‘দিনকাল’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাতীয় দৈনিক দিনকাল ৩৯ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষ্যে চট্টগ্রাম ব্যুরোর উদ্যোগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নগরীর কাজীর দেউড়ি জিয়া স্মৃতি জাদুঘর হলরুমে শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানের শুরুতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ফরিদা খানমের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান।

অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সদস্য সচিব নাজিমুর রহমান, এস এম সাইফুল আলম, প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন, কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সহ-সভাপতি এম এ হালিম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ আজম উদ্দীন, শাহ আলম, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, শিহাব উদ্দীন মোবিন, নিয়াজ মো. খান, অধ্যাপক শেখ মো. মহিউদ্দীন, আবদুল মান্নান, আলী আব্বাস, এড. ইফতখোর মহসিন চৌধুরী, সরোয়ার আলমগীর, ইঞ্জি. বেলায়েত হোসেন, নুরুল আমিন চেয়ারম্যান, কাজী সালাউদ্দীন, সিএমইউজে সাধারণ সম্পাদক সালেহ নোমান, ডা. কামরুন নাহার দস্তগীর, জাসাসের কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।

এছাড়াও মহানগর জাসাস, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আলোচনায় বক্তারা বলেন, ‘দিনকাল দেশের প্রগতিশীল গণমানুষের কণ্ঠস্বর হিসেবে দীর্ঘ ৩৮ বছর পেরিয়ে ৩৯ বছরে পদার্পণ করেছে। সত্য ও ন্যায়ভিত্তিক সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের আস্থা অর্জনই দিনকালের সাফল্যের মূল ভিত্তি।’