
শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে অভিভাবকদের সচেতনতার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ। তিনি বলেন, ‘প্রতিদিন অন্তত দুই ঘণ্টা পড়ালেখায় মনোনিবেশ করলে কোনো শিক্ষার্থী অকৃতকার্য হবে না।’
রোববার (১৮ মে) লতিফপুর আলহাজ্ব আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহবুব ই খোদা মোর্শেদ। পরিচালনায় ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাউদুল ইসলাম ও সহকারী শিক্ষক রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আলী আকবর।
আসলাম চৌধুরী বলেন, ‘ভাল শিক্ষাঙ্গন নিশ্চিত করতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। স্কুলের উন্নয়নে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ছাত্রী ফাওজিয়া আবিদা এবং গীতা পাঠ করেন ছাত্রী প্রত্যাশা দে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোরসালিন, মো. জাহাঙ্গীর, খ ম নাজিম উদ্দিন, নুরুল আজম, রায়হান উদ্দিন, সালামত আলী এবং ছাত্রী ফাতেমা তুজ জহুরা।