
হাসপাতালে চিকিৎসাধীন মা সৈয়দা ইকবাল মান্দ বানুর সঙ্গে সাক্ষাৎ শেষে ধানমন্ডিতে বাবার বাড়িতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। ১৭ বছর পর মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ধানমন্ডির ৫ নম্বর সড়কে অবস্থিত ‘মাহবুব ভবন’-এ প্রবেশ করেন তিনি।
এ সময় জোবাইদা রহমানের গাড়ির সঙ্গে আরও বেশ কয়েকটি গাড়ি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তা দেখা গেছে।
মা সৈয়দা ইকবাল মান্দ বানুর হাতে গড়া প্রতিষ্ঠান সুরভীর শিক্ষার্থীরা বাবার বাড়িতে জোবাইদা রহমানকে স্বাগত জানান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, সন্ধ্যায় হাসপাতালে পৌঁছার পর তিনি মায়ের সঙ্গে সময় কাটান। পরে রাত সাড়ে ৯টার দিকে তিনি বাবার বাড়ি ধানমন্ডি ৫ নম্বর সড়কের মাহবুব ভবনে পৌঁছান। সেখানে কিছুক্ষণ অবস্থান করে রাতেই গুলশানে ফিরোজা ফিরে যান।