
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪-এর অন্যতম সেবামূলক সংগঠন ‘লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন’-এর ২০২৫-২৬ সেবা বর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। গত রবিবার (৪ মে) সন্ধ্যায় ক্লাবের সাধারণ সভায় উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।
সভাটি পরিচালনা করেন চলতি সেবা বর্ষের সভাপতি লায়ন মো. সেলিম এবং সঞ্চালনায় ছিলেন ক্লাব সেক্রেটারি লায়ন আবু তাহের। সভায় ক্লাবের বোর্ড মেম্বার, ডিরেক্টর ও সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে গঠিত নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হন লায়ন মো. আবুল খায়ের। পুনরায় সেক্রেটারি নির্বাচিত হয়েছেন লায়ন আবু তাহের এবং ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন লায়ন হাসান তারেক চৌধুরী।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— মেম্বারশিপ চেয়ারপারসন ও ক্লাব ডিরেক্টর লায়ন আমজাদ হাসান চৌধুরী, সহ-সভাপতি লায়ন তমাল চন্দ্র দাশ, লায়ন মো. আমিনুল হক, লায়ন মো. নাছের, লায়ন অ্যাডভোকেট জাহিদ হাসান, যুগ্ম সেক্রেটারি লায়ন সাজ্জাদ আলী, লায়ন আবু মো. ফয়সাল রানা, যুগ্ম ট্রেজারার লায়ন মো. শফি, সার্ভিস চেয়ারপারসন লায়ন তহিদুল ইসলাম, কর্মসূচি সমন্বয়ক ওয়াহিদ আরমান খান, মো. ইয়াছিন আরফাত আরমান, লিও ক্লাব অ্যাডভাইজার মো. পারভেজ, মনির হাসান বাপ্পী।
সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ আগামী দিনে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও জনকল্যাণমূলক করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।