রাঙ্গুনিয়ার সাদেকনগর মাদরাসা ও মাজার কমপ্লেক্সে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ-চারা বিতরণ কর্মসূচি

চট্টগ্রামের পরিবেশ, কৃষি, জলবায়ু ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স’ এবং চট্টগ্রামের পথশিশু ও অধিকার বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা মানবিক সংগঠন ‘অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন’র যৌথ উদ্যোগে আজ ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার, সকাল ১১টায় রাঙ্গুনিয়া উপজেলাধীন ইসলামপুর ইউনিয়নের ইটভাটা-অধ্যুষিত এলাকা হযরত মাওলানা সাদেক শাহ (রহ.) দাখিল মাদরাসা ও হযরত মাওলানা সাদেক শাহ (রহ.) মাজার কমপ্লেক্স প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ-চারা বিতরণ কর্মসূচি রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন ও রাঙ্গুনিয়া উপজেলা ভূমি অফিসের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উদ্বোধনী সংক্ষিপ্ত আলোচনা সভা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্যসচিব স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হযরত মাওলানা সাদেক শাহ (রহ.) দাখিল মাদরাসার সভাপতি আলহাজ্ব আহমদ জহির।

উদ্বোধক ছিলেন হযরত মাওলানা সাদেক শাহ (রহ.) দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন হযরত মাওলানা সাদেক শাহ (রহ.) হেফজখানা ও এতিমখানার তত্ত্বাবধায়ক হাফেজ মাওলানা মুহাম্মদ সেলিম।

এ সময় আরো উপস্থিত ছিলেন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন ভূঁইয়া, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, আকতার হোসেন শাকিল, অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মোমেন মোল্লা, শিক্ষা সম্পাদক তানলিমা আকতার প্রিয়া, অর্থ সম্পাদক নাহিদা সুলতানা পিংকি, শিক্ষিকা রাফিয়া সুলতানা মিথি, উপদেষ্টা খুরশিদা খানম, রাবেয়া সুলতানা মুনা, বিশিষ্ট সমাজসেবী মুহাম্মদ আবুল কাশেম, তরুণ সংগঠক নুরুল ইসলাম, মাওলানা মুহাম্মদ সালাউদ্দিন, মুহাম্মদ আবদুল মান্নান, মুহাম্মদ আবদুল শুক্কুর, মো. জয়নুল আবেদীন।

সভায় বক্তারা বলেন, প্রকৃতি ও পরিবেশকে রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন ইটভাটা অধ্যুষিত হওয়ার ফলে দিন-দিন পরিবেশের ভারসাম্য হারিয়ে যাচ্ছে। এর ফলে ঝুঁকিতে পড়ছে পরিবেশ-প্রকৃতি এবং সম্ভাবনাময় মেধাবী প্রজন্ম।

বক্তারা বলেন, হযরত মাওলানা সাদেক শাহ (রহ.) দাখিল মাদরাসা ও মাজার কমপ্লেক্স ঘিরে আশপাশে যে পরিমাণ ইটভাটা রয়েছে, তা প্রশাসন দেখেও না দেখার ভান করে এই এলাকাকে পরিবেশ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এই বিপর্যয়ের পথ রোধ করতে চট্টগ্রামের পরিবেশ, জলবায়ু ও কৃষি-বিষয়ক সংগঠক গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স পরিবেশ-প্রকৃতিকে রক্ষা এবং আগামী মেধাবী প্রজন্মকে নিরাপদে বেড়ে উঠতে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ পরবর্তীতে পরিবেশ-প্রকৃতি রক্ষায় কঠোর কর্মসূচিরও ঘোষণা দেন।