বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রাম নগরের নিউমার্কেটস্থ আমীর আলী জমির সওদাগর জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ২ ডিসেম্বর এশারের নামাজের পর চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী, জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও বিশিষ্ট শ্রমিকনেতা নজরুল ইসলাম মিয়াজীর উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও মুসল্লিরা অংশ নেন এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় শ্রমিক দল নেতা নজরুল ইসলাম মিয়াজী বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মহান আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে জনগণের কাছে ফিরিয়ে আনুন, জনগণের খেদমত করার সুযোগ দিন, এ কামনায় আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি।

তিনি আরও বলেন, খালেদা জিয়া কোনো নির্দিষ্ট দলের না, তিনি সবার ও সারা বাংলাদেশের। এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তার আপোসহীন লড়াই অতুলনীয়। গণঅভ্যুত্থান পরবর্তীতে নতুন বাংলাদেশ বিনির্মাণে তাকে খুব বেশি প্রয়োজন।

মাহফিলে চট্টগ্রাম মহানগর শ্রমিক দল নেতাকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক শ্রমিক দল নেতা মো. মিজান, মো. শাহাব উদ্দীন, মো. সরওয়ার, মো. শফিকুল ইসলাম, মো. আনোয়ার, মো. রবিউল আলম, মো. এনাম, মো. বাহার, মো. সালেক, মো. আলমগীর, মো. ফয়সাল, মো. রুবেল হোসেন, মো. বাহার, মো. কামাল প্রমুখ।

বিশেষ দোয়া, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব হাজী মাওলানা মাহামুদুল হক (ম.জি.আ)।