
চট্টগ্রামের মানবিক, সেবামূলক ও স্বেচ্ছাসেবী সংগঠন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের আয়োজনে শিশুদের পরিবেশ, প্রকৃতি ও সবুজের সাথে পরিচয় করে দিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা পরিবেশ সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সহযোগিতায় আজ ৭ ডিসেম্বর ২০২৫ রবিবার বিকাল চারটায় নগরের আকবরশাহ থানাধীন লেক সিটি হাউজিং এর অধিকার বঞ্চিত শিশু বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -৪ সীতাকুণ্ড আসন থেকে গণসংহতি আন্দোলনের মাথাল প্রতীকে আসন্ন নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী ইন্জিনিয়ার জাহিদুল আলম। প্রধান আলোচক ছিলেন ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের জিএম এম এ সবুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সহ সভাপতি শাহেদা আক্তার নার্গিস, মনির আহমেদ চেয়ারম্যান ফাউন্ডেশনের সভাপতি একিএম মোসলেম উদ্দিন, গ্রীন এডর্ণ এর আহ্বায়ক মোহাম্মদ কাউসার, ফুলের হাসি ফাউন্ডেশনের সভাপতি সাবরিনা আফরোজ, গণসংহতি আন্দোলন মীরসরাই উপজেলার সদস্য সচিব মারুফ হোসেন, মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আকতার হোসেন নিজামী,ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির ক্রীড়া সম্পাদক মোহাম্মদ বায়েজিদ ফরায়জী।
সভায় বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশের ৫৫ বছর পার হলেও এখনও শ্রেণী বৈষম্য রয়ে গেছে। এখনো মানুষ তার নিশ্চিত প্রাপ্য নাগরিক অধিকার থেকে বঞ্চিত। এসব শ্রেণী বৈষম্য দূর করে সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করা গেলে স্বাধীনতার সুফল, সার্থকতা ও স্বপ্ন পূরণ হবে।
বক্তারা আরও বলেন, অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের সামাজিক আন্দোলনের মাধ্যমে সমাজের শ্রেণী বৈষম্য দূরী করণে এবং মানবিক সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। চট্টগ্রামে অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের কার্যক্রম প্রশংসনীয় ও অনুকরণীয়, এ সংগঠন একটি সমাজ পরিবর্তনের মানবিক হাতিয়ার।
অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো ইয়াসিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব স ম জিয়াউর রহমান, সদস্য নজীব চৌধুরী, মোহাম্মদ এমরান, আকতার হোসেন শাকিল, জিয়া সমাজ কমিটির সভাপতি মোহাম্মদ শহীদুল হক, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, নারী নেত্রী আয়েশা বেগম, অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো : আব্দুল মোমেন মোল্লা, চট্টগ্রাম ইউনিট লিডার মোহাম্মদ ফোরকান আলী,উপদেষ্টা মনিরা আক্তার রুনা, খুরশিদা খানম, রাবিয়া সুলতানা মুনা, শিক্ষিকা রাফিয়া সুলতানা মিথি, শিক্ষা সম্পাদক তাসলিমা আক্তার প্রিয়া, অর্থ সম্পাদক নাদিয়া সুলতানা।
আলোচনা সভা শেষে শিক্ষার্থী ও অধিকার বঞ্চিত শিশুদের পরিবেনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং সবশেষে অতিথিবৃন্দ চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।