চট্টগ্রামের ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন আল-আমিন সংস্থার উদ্যোগে আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল সফলভাবে আয়োজনের লক্ষ্যে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি আল্লামা মাহমুদুল হাসান ফতেপুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আল-আমিন সংস্থার সেক্রেটারি জেনারেল জনাব মুহাম্মদ আহসান উল্লাহ।
মুহাম্মদ আহসান উল্লাহ তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের পথপ্রদর্শক। আপনারা কলম ও সংবাদ দিয়ে সত্য, ন্যায় ও মানবতার পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের সমাজ আজ নৈতিক অবক্ষয় ও আত্মিক শূন্যতায় ভুগছে। এই অন্ধকার দূর করার একমাত্র পথ হলো আল্লাহর কালামকে হৃদয়ে স্থান দেওয়া ও জীবনে তা বাস্তবায়ন করা।
তিনি আরও বলেন, এই মাহফিলের উদ্দেশ্য শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় বরং সমাজে নৈতিকতা, আল্লাহভীতি ও শান্তির বার্তা পৌঁছে দেওয়া যেন ঘরে ঘরে কুরআনের আলো জ্বলে ওঠে। গণমাধ্যম সমাজের দর্পণ। আপনাদের লেখনী ও প্রচারের মাধ্যমে মাহফিলের বার্তা দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে পারলেই আমাদের প্রচেষ্টা সফল হবে।
সভায় জানানো হয়, তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। এতে দেশের শীর্ষস্থানীয় আলেম-উলামা, ইসলামিক চিন্তাবিদ ও কারীগণ গভীর তাফসীর ও প্রজ্ঞাময় আলোচনা পেশ করবেন, ইনশাআল্লাহ।
সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা সিরাজ উল্লাহ মাদানী, মাওলানা শোয়াইব বিন ইয়াহইয়া, মুফতী মুহাম্মদ, মাওলানা মাহমুদুল হোসাইন, মুফতী নাছির উদ্দিন, মাওলানা হাফেজ উসমান, মাওলানা শফিউল, মাওলানা নিজাম সাইয়্যিদ, মাওলানা ওজাইর হামিদী, মাওলানা আবুল হাশেম, মাওলানা ইশতিয়াক সিদ্দিকী, মুফতী রাশেদুল্লাহ প্রমুখ।
সংবাদ সম্মেলন শেষে মহান আল্লাহর দরবারে দেশের শান্তি, ঐক্য ও মাহফিলের সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।