এস,এম,আহসানুল কবির চৌধুরী। চট্টগ্রাম
চট্টগ্রাম বিভাগের এসএসসি ‘৯১ ব্যাচের উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন চন্দনাইশ উপজেলার গর্বিত সন্তান, সাতবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (সা.উ.বি) প্রাক্তন কৃতি ছাত্র, প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব শফিক উদ্দিন আহমেদ।
তিনি চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া গ্রামের (আরিফ শাহ পাড়া) ঐতিহ্যবাহী হাজী ছালেহ আহমদ বাড়ির সন্তান। তাঁর পিতা ছিলেন হাজী ছালেহ আহমদ এবং মাতা মরহুমা ফরিদা খানম। পারিবারিকভাবে শিক্ষা, সততা ও মানবসেবার ধারায় বেড়ে উঠা শফিক উদ্দিন আহমেদ বর্তমানে একজন সফল প্রবাসী ব্যবসায়ী হিসেবেও সুপরিচিত।
শিক্ষা জীবন থেকেই তিনি ছিলেন মেধাবী ও নেতৃত্বগুণে পরিপূর্ণ। এসএসসি ১৯৯১ ব্যাচের একজন সক্রিয় সদস্য হিসেবে তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে থেকেও সংগঠনের সাথে নিবিড়ভাবে জড়িত থেকে বিভিন্ন সামাজিক, মানবিক এবং সংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
উপদেষ্টা পদে তাঁর এই নির্বাচনে এসএসসি ‘৯১ ব্যাচের সদস্যদের মাঝে এক আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও প্রজ্ঞা সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তুলবে।
উল্লেখ্য, আলহাজ্ব শফিক উদ্দিন আহমেদ সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে নিজ এলাকা সহ প্রবাসেও সুখ্যাতি অর্জন করেছেন। উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তাঁর কার্যক্রম নতুন মাত্রা পাবে বলে সবার প্রত্যাশা।