আকতার হোসেন। চট্টগ্রাম।
পরিবেশ সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে ও কর্ণফুলী উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ক্রসিং মোড় থেকে ফকিরনীরহাট পর্যন্ত মহাসড়কের মিডআইল্যান্ডে ও উপজেলা পরিষদের সম্মুখে বৃক্ষরোপণ এবং স্থানীয় জনসাধারণের মাঝে পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে পরিবেশ সংরক্ষণ সচেতনতা ক্যাম্পিংসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। শুক্রবার, বিকালে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি, বাংলাদেশে জাহাজী শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. আলী মিয়া চৌধুরী-বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নুরুল হুদা চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ। অনুষ্ঠানে ফলদ, ঔষধি, ফুলসহ বিভিন্ন প্রজাতির কয়েকশ চারা রোপণ ও বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. নুরুল হুদা চৌধুরী বলেন, পরিবেশ সংরক্ষণে আমাদের সকলকে আরো বেশি সচেতন হতে হবে। বর্তমানে বাংলাদেশ পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন। এই বিপর্যয় থেকে উত্তরণে আমাদের সকলকে পরিবেশ সংরক্ষণে আরো জোরদার ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, গাছপালা রোপণের বিষয়ে আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মদ (সাঃ) তাগিদ দিয়ে গেছেন। প্রিয় নবীও প্রকৃতির প্রতি সবাইকে সদয় হওয়ার জন্য এরশাদ করেছেন।
এ সময় উদ্বোধক আলহাজ্ব নুর মোহাম্মদ শিক্ষার্থীদের বাড়ির আঙ্গিনা ও খালি জায়গায় গাছের চারা রোপণ করার পাশাপাশি বন ও পরিবেশ রক্ষায় এগিয়ে এসে ভূমিকা রাখার আহবান জানান। তিনি আরো বলেন, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স চট্টগ্রামজুড়ে পরিবেশ উন্নয়নে যে কাজ করছে, তা প্রশংসার দাবিদার। এই সংগঠনকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে, তা পরোক্ষভাবে পরিবেশের উন্নয়ন ঘটাতে সহায়ক।
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা ও সদস্যসচিব স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য লায়ন মোহাম্মদ মাহতাব উদ্দিন, মো. আকতার হোসাইন নিজামী, মো. নজীব চৌধুরী, মো. আরমান হোসেন, মো. জাহিদুল ইসলাম প্রমুখ।