রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রাম। শনিবার বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর বড়ুয়া।
প্রধান অতিথি ছিলেন ওয়েলফেয়ার সোসাইটির সহ-সভাপতি জনাব আবুল কালাম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম (খোকন)। বিশেষ অতিথি ছিলেন আজীবন সদস্য ও সমাজসেবক মোহাম্মদ আবদুল মান্নান রানা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসিফ কুতুবী। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বদি স্যার, জয়নাল স্যারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষার্থীরা কেবল ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদেরকে নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। সমাজ ও জাতি গঠনে তরুণ প্রজন্মকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান অতিথিরা।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।