চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপিই দেশের সংস্কার করবে। তিনি বলেন, বিএনপির দেওয়া ৩১ দফাই হচ্ছে প্রকৃত সংস্কার কর্মসূচি।
বুধবার (২০ আগস্ট) বিকেলে বাকলিয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে চাল ও স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শাহাদাত বলেন, ‘বেগম খালেদা জিয়া সবসময় মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন। তাঁকেই অন্যায়ভাবে জেলে পাঠানো হয়েছে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বেই দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’
নিজের মেয়রত্বের দায়িত্ব পালনে অগ্রগতির কথা তুলে ধরে তিনি জানান, সাত-আট মাসের মধ্যেই জলাবদ্ধতা নিরসনে প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। চকবাজারের ফুটপাত দখলমুক্ত করে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। নগরের সড়ক মেরামত ও উন্নয়নকাজ চলমান রয়েছে।
পরিষ্কার-পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘যত্রতত্র ময়লা ফেলবেন না। প্লাস্টিক ও পলিথিনই জলাবদ্ধতার মূল কারণ। নগরকে ক্লিন, গ্রিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।’
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এদিন তিনি ৮০০ পরিবারের মাঝে চাল বিতরণ করেন এবং পূর্ব বাকলিয়ায় কবরস্থান সংস্কারের দ্বিতীয় পর্যায়ের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।