চট্টগ্রামের রাঙ্গুনিয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল বিদ্যালয়ের মুহাম্মদ আবু জাফর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার।
প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া হাসিনা জামাল ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দীন নসু। তিনি তার বক্তব্যে নিজের পিতা মরহুম মোহাম্মদ নূরুল ইসলামের জনকল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং রাঙ্গুনিয়াকে একটি আদর্শ ইউনিয়নে রূপান্তরের নেপথ্য ইতিহাস জানান।
প্রকৌশলী নাসির উদ্দীন বলেন, ‘আমার পিতার নেতৃত্বে রাঙ্গুনিয়া ইউনিয়নে খাদ্যোৎপাদন, ইরিগেশন স্কিম, স্বাস্থ্য, বিদ্যুৎ, স্যানিটেশন, মৎস্য, শিক্ষা ও বনায়নসহ বহুমুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হয়। এসব কাজই তাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত করে তোলে।’
তিনি আরও জানান, খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়সহ তিনটি বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের জন্য রাঙ্গুনিয়া হাসিনা জামাল কলেজে বিশেষ সুযোগে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। কলেজে ইতোমধ্যে নতুন অতিথি শিক্ষক নিয়োগ, বিষয়ভিত্তিক পাঠদানের উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা হয়েছে।
সভাপতির বক্তব্যে মাওলানা জহুরুল আনোয়ার বলেন, ‘বিদ্যালয়ের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে আমরা টীমওয়ার্ক শুরু করেছি। অভিভাবক প্রতিনিধি ও শিক্ষকরা মিলেই শিক্ষার গুণগত মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সম্পদের সুরক্ষায় কাজ করবো।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া হাসিনা জামাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ জ ম সা ইলিয়াস, কলেজ গভর্নিং বডির সদস্য কাজী মোহাম্মদ মিজানুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ হোসেন প্রমুখ।
শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ ইসমাইলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল হোসেন।
অনুষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থীদের উৎসাহিত করা হয় এবং অনুত্তীর্ণদের জন্য অধ্যবসায়ের আহ্বান জানান অতিথিবৃন্দ। বক্তব্য রাখেন হাসিনা জামাল কলেজের শিক্ষক মোহাম্মদ রোকন উদ্দীন, পারমিতা বড়ুয়া, এস এম কোহিনূর আক্তার, খায়েজ আহমদ, সুজন সাহা, দেবপ্রসাদ দে প্রমুখ।